মাটিতে ফেললে জন্মাবে গাছ– এমন কলম মিলছে প্রচারপত্র দিলেই

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন সদ্য শেষ হলেও চারদিকে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রচারপত্র। ছড়িয়ে থাকা এসব প্রচারপত্র জমা দিলেই মিলছে বিশেষ কলম। পরিবেশবান্ধব এই কলমটি ব্যবহারের পর মাটিতে ফেললে জন্মাবে গাছ।

এমন ব্যতিক্রমী আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস। গত বৃহস্পতি ও আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, শহীদ মিনার, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি হয়। দুই দিনের এ কর্মসূচিতে প্রায় ৩৭০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ১০০টি কলম সংগ্রহ করেন।

আয়োজকেরা জানান, চাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থী গড়ে ১০ হাজারের বেশি প্রচারপত্র ব্যবহার করেছেন। এ নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী অংশ নিয়েছেন। তাদের প্রায় সবাই প্রচারপত্র ব্যবহার করেছেন। এ কারণে তারা এ ধরনের ব্যতিক্রম আয়োজন করছেন। পরিবেশবান্ধব কলমটি ব্যতিক্রম। এটি বানানো হয়েছে কাগজ দিয়ে। এর ভেতরে মরিচ, টমেটো, পুদিনা, পুঁইশাক, মিষ্টিকুমড়ার বীজ দেওয়া রয়েছে। এটি মাটিতে ফেললেই এসব গাছের চারা জন্মাবে।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক ও আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন, ‘চাকসু নির্বাচনের সময় অনেক শিক্ষার্থীর কক্ষে প্রচারপত্র জমেছিল। এসব প্রচারপত্র রাখার আগ্রহ অনেকের নেই। আমরা সেসব প্রচারপত্র সংগ্রহ করেছি। এর বিনিময়ে দিচ্ছি পরিবেশবান্ধব কলম। শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে মনে হচ্ছে, আমরা একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারছি।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top