মাওলানা শায়খ হিশাম কাব্বানীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ওরশ অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক: বিশ্ববিখ্যাত সুফি আলেম ও ইসলামী চিন্তাবিদ শায়খ হিশাম কাব্বানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে “হাজ্জা নাজিহা চ্যারিটেবল সোসাইটি, বাংলাদেশ” এর উদ্যোগে এই ওরশের আয়োজন করা হয়। এতে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি ঢাকা ও ভৈরব থেকেও অতিথিরা অংশ নেন।

মাওলানা শায়খ হিশাম কাব্বানী একজন বিশ্বখ্যাত ইসলামী আলেম, সুফি চিন্তাবিদ ও নকশবন্দী হাক্কানী তরিকার শায়খ হিসেবে পরিচিত। লেবাননে জন্ম নেওয়া এ আলেম ধর্মীয় জ্ঞান, ইসলামি আইন ও আধ্যাত্মিক শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন।

তিনি বহু দেশ সফর করে ইসলাম, নৈতিকতা, আল্লাহভীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। বক্তা, লেখক ও দায়ী হিসেবে তাঁর খ্যাতি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে।

মাওলানা শায়খ হিশাম কাব্বানী শুধু একজন সুফি শায়খ নন, বরং আধুনিক যুগে ইসলামি আধ্যাত্মিকতার অন্যতম আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে পরিচিত। নকশবন্দী তরিকার শিক্ষাকে তিনি সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁর বক্তৃতায় শান্তি, নৈতিকতা, আল্লাহর স্মরণ ও মানবতার প্রতি দায়বদ্ধতা—এ সবই প্রধান বার্তা হিসেবে উঠে আসে।

বিভিন্ন দেশে মসজিদ, ইসলামিক কেন্দ্র ও আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে। এছাড়া তিনি বই ও গবেষণার মাধ্যমে সহিংসতা, চরমপন্থা ও ধর্মীয় ভুল ব্যাখ্যার বিপরীতে সঠিক ব্যাখ্যা তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসের পর তিনি পশ্চিমা বিশ্বে ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা ছড়িয়ে দিতে আন্তধর্মীয় সংলাপে অংশ নেন এবং মুসলিম সমাজের ঐক্য ও পরিচয় জাগ্রত করায় কাজ করেন। অনুসারীদের মতে তিনি একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক, যিনি আত্মিক উন্নয়ন, সৎ জীবনযাপন ও শান্তির সমাজ গঠনে মানুষকে দিকনির্দেশনা দেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top