পড়া হয়েছে: 2
চাটগাঁ নিউজ ডেস্ক : অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ, মেয়াদ টেম্পারিংসহ নানা অসঙ্গতির জন্য মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) নগরের বাকলিয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এ অভিযানে নেতৃত্ব দেন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারানুযায়ী ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসএ