পড়া হয়েছে: 25
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যেরে নাম নায়েক মো. আক্তার হোসেন।
রবিবার (১২ অক্টোবর) আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটের সময় সীমান্তে টহল চলাকালে হঠাৎ মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
আহত নায়েক মো. আক্তার হোসেনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজারের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়।
উন্নত চিকিৎসার জন্য (১৩ অক্টোবর) বিকাল ৪টা ১২ মিনিটের সময় বিজিবির নিজস্ব হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে বলে বিজিবির গোয়েন্দা সূত্রে জানা গেছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন