মাইজভান্ডার জেয়ারত করেছেন প্রধান বিচারপতি

ফটিকছড়ি প্রতিনিধি: মাইজভান্ডার আধাত্ম্য শরাফত ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারত করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদ। শনিবার (১৮ জানুয়ারি) সকালে তিনি ভান্ডারে উপস্থিত হয়ে এ জেয়ারত করেন।

এসময় তিনি মাইজভান্ডার আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) মাইজভান্ডারী, হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ গোলামুর রহমান(কঃ) মাইজভান্ডারী,শাহসূফি সৈয়দ আবুল বশর মাইজভান্ডারী,শাহসূফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী এবং তাঁর বোনের শ্বশুর সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী ও বোনের সেঝ শ্বশুর শাহসূফি সৈয়দ মঈন উদ্দিন আহমদ মাইজভান্ডারী (কঃ) এঁর মাজার শরীফ জেয়ারত করে দেশ ও বিশ্ববাসীর কল্যাণে দোয়া মোনাজাত করেন।

জেয়ারত কালে মোনাজাত পরিচালনা করেন শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী, শাহসূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী, শাহসূফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। জেয়ারত শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ এবং সফরসঙ্গীদের নিয়ে তাঁর বোন জামাই সৈয়দ ফরহাদ উদ্দিন মাইজভান্ডারীর সৌজন্যে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। দুপুর দেড়টা নাগাদ প্রধান বিচারপতি চট্টগ্রামের উদ্দেশ্যে মাইজভান্ডার দরবার শরীফ ত্যাগ করেন।

চাটগাঁ নিউজ/আনোয়ার/ইউডি  

Scroll to Top