মাইজভান্ডারে খোজরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাইজভান্ডারে শাহসুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর খোজরোজ শরীফ উপলক্ষে এক প্রশাসনিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) রাতে মাইজভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শাহজাদা আলহাজ্ব সৈয়দ শাহদাৎ উদ্দীন মাইজভান্ডারী।

সভায় খোজরোজ শরীফ উপলক্ষে আগত ভক্ত-অনুসারীদের নিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক রাখা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা থেকে শান্তিপূর্ণভাবে পবিত্র খোশরোজ শরীফ পালনের জন্য সকল পক্ষকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top