মাইজভাণ্ডারে ওরশে ভক্তের ঢল, শনিবার আখেরি মোনাজাত

চাটগাঁ নিউজ ডেস্ক : মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ‘র (ক.) ১২০তম ওরশ শরীফের মূল আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আধ্যাত্মিক এই মিলনমেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিশ্বের নানা দেশ থেকে লাখো ভক্ত-আশেকানের পদচারণায় মুখর হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ।

ওরশের প্রধান দিবস শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে লাখো ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত পরিচালনা করবেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

পরে রওজা প্রাঙ্গণে তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভাণ্ডারী মওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হযরত কেবলার ১২০তম ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে মাইজভাণ্ডারে এসেছেন আশেক-ভক্তরা।

ওরশ শরীফ উপলক্ষে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত দরবার শরীফে সমবেত হয়েছেন।

ওরশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা এবং ভিডিও চিত্র ধারণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা।

ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আগত মেহমানদের সুবিধার্থে নির্দিষ্ট গাড়ি পার্কিং, আবাসন ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ ডাক্তার ও প্রয়োজনীয় ওষুধসহ মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় প্রতিদিন পবিত্র খতমে কোরআন, গাউছুল আজম মাইজভাণ্ডারীর জীবন ও কর্ম, এবং তাসাউফভিত্তিক আলোচনা ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top