মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার নতুন বাজারে অবৈধ স্থাপনা বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্যাহ, বড় মহেশখালী ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, নৌ বাহিনী, পুলিশসহ উপজেলা প্রশাসন সংশ্লিষ্টরা অংশ নেন।
এ সময় প্রধান সড়কসহ অন্যান্য সড়ক, উপসড়ক, অলিগলি এবং অভ্যন্তরীণ বাজার যানজট মুক্ত করতে অভিযানটি চালানো হয়। প্রধান সড়ক থেকে অভিযানটি শুরু হয়ে নতুন বাজারে শেষ অংশ সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রশাসন অভিযানের সিদ্ধান্ত নেয়। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ জানান, বাজারের সড়কের ফুটপাত অবৈধভাবে দখলের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বাজার যানজটমুক্ত থাকবে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন