মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ ক্যাডার নুরুল আমিন বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা পাহাড়ি এলাকার আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে কালারমারছড়া নয়াপাড়া একাধিক ডাকাতির ঘটনায় তারেকসহ বাচ্চু বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশ ফকিরজুম পাড়া পাহাড়ে একাধিক অভিযান চালালে গ্রেপ্তার এড়াতে বাচ্চু দলবল নিয়ে আঁধার ঘোনা অবস্থান নেয়। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মহেশখালী থানার ওসি মুজিবুর রহমান বলেন, এসআই রাজিবের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট কালারমারছড়ার আঁধার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী পাহাড়ের আস্তানার দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী বাচ্চু কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা এলাকার মৃত সোলাইমানের সন্তান। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে। অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, নিহত যুবদল কর্মী তোফায়েল আহমেদের বড় ভাই কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন ছিদ্দিকী জানান, আমার ভাই খুব সহজ সরলভাবে জীবনযাপন করত। সন্ত্রাসীদের চাহিদা মত টাকা না দেওয়ায় আমাদের মৎস্য প্রকল্প থেকে অপহরণ করে নিয়ে গিয়ে পাহাড়ে নির্মমভাবে খুন করে রাস্তায় ফেলে চলে যায়। আমি আটক এ খুনির কাছে রক্ষিত অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি। আর যেন কোন মায়ের বুক খালি করতে না পারে।
চাটগাঁ নিউজ/হোবাইব/এসএ






