মহেশখালীর নয়াপাড়ায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু

মহেশখালী প্রতিনিধি: মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মাটিতে লুটে পড়ে থাকা অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা। ময়নাতদন্ত শেষে জানা যাবে ঘটনার মূল রহস্য।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া-চান্দাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি সন্ধ্যার দিকে এলাকায় ছড়িয়ে পড়লে জনসাধারণের নজরে আসে।

পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন ইসমত আরা (৩২) তার ৬ বছর বয়সী ছেলে আবরারকে গলা টিপে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন। তবে মহিলার মাথায় গভীর ক্ষত ও রক্তাক্ত জখমের চিহ্ন থাকায় স্থানীয়রা এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন।

নিহতরা হলেন কুতুবজোম নয়াপাড়া-চান্দাকাটা এলাকার আনচার উল্লাহর মেয়ে ইসমত আরা (৩২) এবং তার ছেলে আবরার (৬)। নিহত মা-ছেলের রহস্যজনক মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইসমত আরার পিতা আনচার উল্লাহ জানান, তার মেয়ে ঘটিভাঙা এলাকার রহিম উল্লাহর সঙ্গে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মেয়ে মানসিক ভারসাম্যহীন হওয়ায় ৬ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং তারপর থেকে ইসমত তার বাবার বাড়িতে থাকতেন।

তিনি বলেন, কিছুদিন পরপর মেয়েটি মৃগী রোগে আক্রান্ত হতো এবং জ্ঞান হারিয়ে ফেলতো। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। আজ হঠাৎ শুনি, আমার মেয়ে ও নাতি মাটিতে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি মেয়ের মাথায় আঘাত এবং মৃতদেহ, আর নাতিও মৃত অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানান, ইসমত আরা ও রহিম উল্লাহ ১০ বছর আগে বিবাহ করেন এবং তাদের সংসারে দুই পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এরপর বিবাহবিচ্ছেদ হয়। বড় ছেলে পাঁচ বছর আগে পুকুরে পড়ে মারা যায়।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, স্থানীয়রা মা ও ছেলেকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এটি মূলত হত্যা নাকি আত্মহত্যা, তা পুলিশ তদন্ত করছে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top