মহেশখালীর গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে উদ্ধার ১৩ জেলে

মহেশখালী প্রতিনিধি: মাছ ধরার ভরা মৌসুমে ফের গভীর সাগর উপকূল দাবড়ে বেড়াচ্ছে জলদস্যুরা। ফিশিং ট্রলারে হানা দিয়ে মাছ লুটের পাশাপাশি অসহায় জেলেদের অপহরণ করে নিয়ে যাচ্ছে মুক্তিপণের জন্য । আর এই অপহরণের শিকার কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্র থেকে  ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ রবিবার (৪ জানুয়ারি) রাত ১০ টার সময় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ৮ টার সময় মহেশখালী হতে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় ‘এফ বি আল্লাহর দান-২’ নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবার ও প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি ডাকাতি করে বোটটি সমূদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবহিত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালি কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করে। এসময় গুরুতর আহত ২ জন জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করে ফিশিং বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

জেলেরা জানান, কোস্টগার্ডের টহল জোরদার থাকায় দস্যুতা আগের চেয়ে অনেকাংশে কমে এসেছে। দস্যুদের লুটপাট বন্ধে সাগরকে নিরাপদ করতে টহলটিম বাড়ানোর দাবি জানান উপকূলের জেলেরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top