মহেশখালীতে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজার–মহেশখালী নৌরুটে দুইটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে মহেশখালীর হামিদিয়া খালের মুখ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, দুপুরে মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে স্থানীয় যাত্রী ও পর্যটক নিয়ে একটি স্পিডবোট ছেড়ে যায়। পথিমধ্যে হামিদিয়া খালের মুখ এলাকায় স্পিডবোটটির ইঞ্জিনের প্রপেলারে কিছু আটকে গেলে চালক ইঞ্জিন বন্ধ করেন। পরে ইঞ্জিনটি উপরে তুলে আটকে থাকা বস্তু সরানোর চেষ্টা করছিলেন তিনি।

এ সময় পেছন থেকে আসা অপর একটি দ্রুতগতির স্পিডবোট থেমে থাকা বোটটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় স্পিডবোটটি উল্টে যায় এবং যাত্রীরা পানিতে পড়ে যান। স্থানীয় অন্যান্য নৌযান ও স্পিডবোট দ্রুত এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে। এদের মধ্যে এক নারী গুরুতর আহত হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত স্পিডবোটটি কক্সবাজারের এক স্থানীয় ব্যক্তির মালিকানাধীন। দুর্ঘটনার সময় মনজুর নামের এক ব্যক্তি সাময়িকভাবে বোটটি পরিচালনা করছিলেন। ধাক্কা দেওয়া অপর স্পিডবোটটির চালক ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নৌরুটে অসতর্ক চলাচল ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ওই রুটে নৌচলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

 

Scroll to Top