মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে গোরকঘাটা–জনতা বাজার সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এসময় নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট চলাকালে বেশ কিছু যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ছিল মোটরযান রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সার্টিফিকেট, রোড পারমিট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সের অনুপস্থিতি। এসব অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট চালক/মালিকদের বিরুদ্ধে ৯টি মামলায় মোট ১৪ হাজার ৫শত টাকা অর্থদণ্ড করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন