মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী বিটের আওতাধীন পানিরছড়ার জহিরাকাটা এলাকায় অভিযান চালিয়ে বালি পাচারের একটি ডাম্পার গাড়ি জব্দ করেছেন বন বিভাগ ও নৌ বাহিনী। তবে এ সময় একজনকে আটক করা হয়েছে।
আটকৃত ব্যক্তি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুব পাড়া গ্রামের নান্নু মিয়ার পুত্র মোহাম্মদ আনিছ।
সোমবার (২৫ আগস্ট) আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে আজ রাত সাড়ে ৯টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলামের তত্বাবধানে ও কেরুণতলী বিট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদেরের নেতৃত্বে বিটের স্টাফসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় নৌ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ১২ নং পাহাড়ি মৌজা থেকে বালি উত্তোলন ও বিক্রি করে আসছিল। এর ফলে এলাকায় পরিবেশের ক্ষতি হচ্ছিল।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, অভিযানে কেরুনতলী বিটের পানিরছড়া জহিরাকাটা পাহাড়তলী এলাকা থেকে বালি পরিবহনে একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন