পড়া হয়েছে: ২৮
মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার শাপলাপুর বিটের অধীনে জে এম ঘাট ঢালার মুখ এলাকার গহীন বন হতে প্রায় ৪০ টুকরা আকাশমনি গাছের কাঠ উদ্ধার করেছে শাপলাপুর বনবিভাগ।
শাপলারপুর বিটের বিট কর্মকর্তা নুরে আলম মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে এ গাছ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া বলেন,বিভাগীয় বন কর্মকর্তার দিক নির্দেশনা ও সহকারী বন সংরক্ষকের তদারকি মহেশখালী রেঞ্জ কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে শাপলাপুর বিটের সকল সহকর্মীদের নিয়ে চোরাই কাঠ উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/এমআর