মহেশখালীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে টমটম গাড়ির ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরা মিয়া (১৬) নামক এক টমটম চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মাতারবাড়ী দক্ষিণ মগডেইল ডেজিবর গ্যারেজে টমটমের (অটোরিকশা) ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গুরা মিয়া দক্ষিণ মগডেইল বিশ্বহাড়ি নামক এলাকার রাজা মিয়ার পুত্র।

স্থানীয়রা জানায়, দক্ষিণ মগডেইল ডেজিবর গ্যারেজে টমটেমর ব্যাটারি চার্জে দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চালক গুরা মিয়া। খবর পেয়ে স্থানীয়রা তাকে বাঁচাতে উদ্ধার করে স্থানীয় নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই মো. হারুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top