মহেশখালীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ

মহেশখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। সব জায়গা চাষ উপযোগী করে তুলতে হবে। এর আলোকে মহেশখালী উপজেলায় ২০২২-২৩ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১০ দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণে উদ্বোধন করেন প্রধান অতিথি মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী,মুক্তিযুদ্ধা ছালাহ আহমদ,উপজেলা কৃষি কর্মকর্তাগন ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এ সময় চাষাদের এই প্রয়োজনীয় মুহূর্তে বিনামূল্যে প্রনোদনা স্বরূপ সার ও বীজ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

Scroll to Top