মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের মাঠ থেকে প্রায় ৬০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়ন ভূমি অফিসের মাঠে মহিলাকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। কখন তার মৃত্যু হয়েছে সঠিক কেউ বলতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন মহিলাটি কয়েক মাস আগে মাতারবাড়ীতে বাড়িতে এসেছেন। তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে কিছুই বলতেন না। তিনি দীর্ঘদিন ধরে মাতারবাড়ীর বিভিন্ন বাজারে অবস্থান করছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে পুরান বাজারে অবস্থান নিয়েছেন। স্থানীয়রা তাকে খাবার দিয়ে সহয়তা করতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ও বিভিন্ন রোগে ভুগছিলেন।
স্থানীয়রা আরো জানান— মহিলাটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে অজ্ঞাত ব্যক্তি হিসেবে দাফন-কাফন এর কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় তার দাফন-কাফনের কাজ চলমান রয়েছে।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই মো. হারুন মিয়া জানান— অজ্ঞাত মহিলার মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সাথে কথা বলে তাদের সহযোগিতায় তার দাফন কাজ সম্পন্ন করতে বলি।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন







