মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দারকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
রবিবার (৭ আগস্ট) দুপুর দেড় টার দিকে উপজেলার তিতা মাঝি পাড়া এলাকা থেকে চেয়ারম্যান আবু হায়দারকে গ্রেপ্তার করা হয়।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের আইসি এস আই সুমিত বড়ুয়া গ্রেপ্তারের এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আবু হায়দার মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান।
পুলিশ জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর মাতারবাড়িতে বিএনপির অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝির পাড়ার বাসিন্দা নুরুজ্জামান বাদি হয়ে মহেশখালী থানায় ৫২ জনের নাম উল্লেখ এই মামলাটি দায়ের করে। এই মামলায় ২ নাম্বার আসামি মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার। এছাড়া ওই মামলায় ১৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানা মামলা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন