মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী ফারুক আটক

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও নগদ টাকাসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

রবিবার রাতে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে ফারুককে মাদক ও অস্ত্র আটক করে নৌবাহিনী।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় নৌ বাহিনী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top