মহেশখালীতে অভিযানে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রীতুল কুমার শীল।

মঙ্গলবার (২২ জুলাই) থেকে বুধবার ভোররাত পর্যন্ত মহেশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. সফি (৬৫), সভাপতি, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, ছোট মহেশখালী; সুকুমার চন্দ্র দে (৪৯), সভাপতি, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, বড় মহেশখালী; মোহাম্মদ শাহজাহান (২৫), সাংগঠনিক সম্পাদক, ০৭নং ওয়ার্ড ছাত্রলীগ, হোয়ানক; মো. আবুল কালাম (৬০), সভাপতি, ০১নং ওয়ার্ড, বড় মহেশখালী; মোহাম্মদ সেলিম (৫০), মেম্বার ও সভাপতি, ০৭নং ওয়ার্ড, ছোট মহেশখালী; রহমত উল্লাহ (৪০), সভাপতি, ০৯নং ওয়ার্ড, হোয়ানক; নুরুল কাদের (৪৫), ত্রাণ সম্পাদক, যুবলীগ, শাপলাপুর; রফিক উদ্দিন (৫৩), সাধারণ সম্পাদক, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ি; ও নুরুল আলম (৭১), সদস্য, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেফতারকৃদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top