মহেশখালীতে অবৈধ মাটি পরিবহন, ডাম্পার জব্দ ও জরিমানা

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজরের মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে ৩টি ডাম্পার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে ১টি পৃথক মামলায় ডাম্পারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দিকে উপজেলার ছোট মহেশখালীতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

এর পর বিকালে তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে যাতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোথাও মাটি না কাটা হয় সে বিষয়ে সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top