মহেশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় অপারেশন সুরক্ষার অংশ হিসেবে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে পরিচালিত ট্রলিং বোট ও তাতে থাকা জেলেদের আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) শাকিব মেহবুব জানিয়েছেন, আটক জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top