মহান বিজয় দিবসে মেয়রের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবসের মূল শিক্ষা হলো আমাদের সম্মিলিত ঐক্য  বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ডিসি পার্কের দক্ষিণ পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মেয়র।

তিনি বলেন,  ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানকে পরাজিত করে আমরা মহান বিজয় অর্জন করেছিলাম। এর পেছনেও ছিল বীর বাঙালির সম্মিলিত ঐক্য।

এরপর মেয়র টাইগার পাস চসিক অস্থায়ী কার্যালয়ে মুক্তিযুুদ্ধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন।

চাটগাঁ নিউজ /ইউডি

 

Scroll to Top