পড়া হয়েছে: 107
আনোয়ারা প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম আনোয়ারা উপজেলার মূলধারা ও পেশাদার সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন ‘আনোয়ারা প্রেসক্লাব’।
বুধবার (২৬) মার্চ সকালে উপজেলা পরিষদের কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম সাজ্জাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেল, অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন ও গ্রন্থাগার সম্পাদক মোঃ মহিউদ্দিন মনজুর।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন