চাটগাঁ নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন— আমরা মসজিদ করে যাবো, আপনাদের কাজ হলো মসজিদকে আবাদ করা। দেশে যত মসজিদ হবে, তত বেশি নামাজি বাড়বে। নামাজি বাড়লে সমাজ থেকে ফাহেশা, শিরক, বিদআতসহ অপসংস্কৃতি কমে যাবে।
শুক্রবার (৪ জুলাই) সকালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কড়িয়ার দিঘির পাড় এলাকায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন— এই মডেল মসজিদ শুধু নামাজ পড়ার স্থান নয়, এটি হবে ইসলামি সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র। এখান থেকেই সমাজ ও রাষ্ট্র গঠনের রূপরেখা তৈরি হবে।
জানা গেছে, সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রতিটি মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি ৮৯ লাখ টাকা। তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদগুলোতে থাকবে— উপজেলা ইমাম প্রশিক্ষণ ব্যবস্থা, ১২০০ মুসল্লির একসাথে নামাজ পড়ার ব্যবস্থা, পাঠাগার ও ইসলামি বই বিক্রয় কেন্দ্র।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বিএম মশিউজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, হাটহাজারী মাদরাসার মুহতামীম আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী, নায়েবে মুহতামীম মাওলানা শোয়াইব জমিরী, মুফতি জসিম উদ্দিন প্রমুখ।
চাটগাঁ নিউজ/জেএইচ