পড়া হয়েছে: ২৭
সৌদি আরব প্রতিনিধি: আগামী ২৭ জুন মঙ্গলবার আরাফাত ময়দান অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে হজের খুতবা দিবেন শেখ ড.ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।
একইসঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি। সোমবার (১৯ জুন) হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য তাকে নিযুক্ত করেন।
সৌদির স্থানীয় সময় আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে শায়খ ড.ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ হাজীদের উদ্দেশে খুতবা দেবেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মোহাম্মদ (সা:) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
এ বছরও হজের আরবি খুতবা বাংলাসহ বিশ্বের মোট ১৪টি দেশের ভাষায় শোনা যাবে।