চাটগাঁ নিউজ ডেস্ক: মাদারীপুরে মসজিদে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি হোসেন সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
এলিট ফোর্সটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে কখন ও কোথা থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের বিবৃতিতে তা জানানো হয়নি।
হোসেনের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছে র্যাব। বরিশালের রুপাতলিতে র্যাব-৮ এর ব্যাটালিয়ান সদরে এই সংবাদ সম্মেলন হবে। সেখানে কথা বলবেন র্যাব-৮, বরিশালের অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ।
বালু নিয়ে ব্যবসার দ্বন্দ্বের জেরে গত ৮ মার্চ সকালে মাদারীপুরের খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যা করে হোসেন সরদার ও তার লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার শাজাহান খানের সঙ্গে। এরই জেরে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় শাজাহানের লোকজন।
বিষয়টি জানতে পেরে সাইফুলের দুই ভাই অলিল ও আতাউরসহ প্রতিবেশীরা এগিয়ে যান। পরে মসজিদের ভেতরে প্রবেশ করে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেন সাইফুল ও তার ভাই আতাউর। এ সময় মসজিদের ভেতরে ঢুকেই তাদের দুই ভাইকে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা। কুপিয়ে জখম করা হয় তাদের আরেক ভাই অলিল সরদারসহ আরও কয়েকজনকে। তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ সরদার।
এ ঘটনায় নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৪৯ জনকে আসামি করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন