চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে ঈদের কেনাকাটা করতে গিয়ে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন ইকবাল ছিদ্দিক (২৮) নামে এক যুবক। রোববার (৩১ মার্চ) রাত থেকে প্রায় ১৪ ঘণ্টা নিখোঁজ ছিলেন তিনি।
ইকবাল ছিদ্দিক কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের অলি বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে।
সোমবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে ওই যুবককে অসুস্থ অবস্থায় নগরীর খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করে তার পরিবার। বর্তমানে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর আগে রোববার রাত ৮টার দিকে নগরের নিউ মার্কেট এলাকায় শপিং এসে নিখোঁজ হন তিনি।
ইকবাল ছিদ্দিকের বড় ভাই মো. অলি আহমেদ বলেন, রোববার ইকবাল ছিদ্দিক ঈদের কেনাকাটা করবে বলে বাড়ি থেকে নিউ মার্কেটে যায়। পথে মলম পার্টির খপ্পরে পড়ে। রাতে বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। আজ দুপুরে নগরীর খুলশী থানার খুলশী টাউনের সামনে তার খোঁজ মিলে। পরে আমরা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করি। মলম পার্টির লোকজন ইকবালের মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, দুপুরে এক যুবককে খুলশী টাউনের সামনে থেকে তার পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ওই যুবক অন্য এলাকায় মলম পার্টির খপ্পরে পড়েছিল শুনেছি।
চাটগাঁ নিউজ/এসএ