আন্তর্জাতিক ডেস্ক: মরুর দেশ সৌদি আরবে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে। এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।তারা বলছেন, আজ সোমবার থেকে দেশটিতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে তীব্র ঠান্ডা পড়তে পারে। সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশেন জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বইয়ে যাবে। যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলে।
উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা ০ ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রও (এনসিএম) তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।
জনমানবহীন এলাকায় পানি বরফ হয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলেছেন, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ।
চাটগাঁ নিউজ/এমকেএন