পড়া হয়েছে: ৪৭
সিপ্লাস ডেস্ক: তিউনিসিয়ার সীমান্তের পাশে মরুভূমিতে ২৭ জনের লাশ খুঁজে পাওয়া গেছে। মৃত ওই ২৭ জন অভিবাসিকেই তিউনিসিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল।
লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেকেই সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক। বুধবার লিবিয়ার শহর মিসরাতা থেকে আল জাজিরার মালিক ট্রেইনা বলেছেন, লিবিয়ার সীমান্তরক্ষীরা ‘মরুভূমিতে উত্তর ক্রসিংয়ের দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চলে এসব মৃতদেহ খুঁজে পেয়েছে’।
ট্রেইনা বলেন, এখানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বিরাজ করছে এবং এর কারণে এখানে অত্যন্ত গরম পড়ছে। উদ্বাস্তু এবং অভিবাসীরা বলেছেন, তারা পানি, খাবার বা আশ্রয় ছাড়াই কয়েক দিন ধরে হাঁটতে বাধ্য হয়েছেন।
লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার গোষ্ঠীগুলো অত্যন্ত গরমের মধ্যে প্রতিকূল পরিবেশে শরণার্থী এবং অভিবাসীদের ঠেলে দেওয়ার দায়ে তিউনিসিয়াকে অভিযুক্ত করেছে।