পড়া হয়েছে: ৬৫
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার তুলাতলি এলাকায় ময়লার ভাগাড় থেকে একটি মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ভ্রূণটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সেটি কবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কে বা কারা ভ্রূণটি ফেলে গেছে তা জানা যায়নি।
বায়েজিদ বোস্তামী থানার এসআই আবুল হোসেন বলেন, খবর পেয়ে একটি মানবভ্রূণ উদ্ধার করা হয়। ভ্রূণটির সুরতহাল করার মতো অবস্থা ছিল না। ওজন প্রায় এক কেজির মত। অবৈধ গর্ভপাতের পর সেটি ভাগাড়ে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের ১৪ মে পূর্ব নাছিরাবাদ আপন নিবাসের ফটকের সামনে ময়লার ভাগাড় থেকে দুটি মানবভ্রূণ উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ