ক্রীড়া ডেস্ক: ময়মনসিংহের বিপক্ষে দাপুটে এক জয়ের মাধ্যমে নারী অনূর্ধ্ব-১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগ।
শুক্রবার (২৩ মে) সকালে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে মেহেরুন্নেসা জয়ার নেতৃত্বাধীন দলটি ৫২ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয়। এই জয়ের মাধ্যমে ‘খ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবিবার তারা মুখোমুখি হবে ঢাকা বিভাগের।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক জয়া। দুই ওপেনার নুসরাত তন্নী ও ইশা রহমান দারুণ সূচনা এনে দেন দলকে। প্রথম পাঁচ ওভারে উইকেট না হারিয়ে সংগ্রহ হয় ২৮ রান। তবে ষষ্ঠ ওভারে ভাঙে এই জুটি— বোল্ড হয়ে ফেরেন তন্নী (১৮)। এরপর দ্রুত রানআউট হয়ে যান বিবি আয়েশা (০)। দলীয় রান তখন ৩৪/২।
চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লেকি চাকমা। মাত্র ২৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে চট্টগ্রামকে এনে দেন কাঙ্ক্ষিত গতি। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কার মার। তবে দলীয় ১১১ রানে তিনি আউট হয়ে গেলে, পরের বলেই আউট হন ওপেনার ইশা রহমান (৩৭)। তাতে আবারও ধাক্কা খায় চট্টগ্রামের ইনিংস। শেষ দিকে শারমিনের ২৭ ও পূরবীর ৯ রানে ভর করে ২০ ওভারে ১৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে চট্টগ্রাম। ময়মনসিংহের পক্ষে মহিমা দুটি ও জান্নাত একটি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ময়মনসিংহ বিভাগ পুরো ২০ ওভার ব্যাট করেও ৪ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান তুলতে সক্ষম হয়। একমাত্র উজ্জ্বল ব্যাটার ছিলেন শিরিনা খাতুন, যিনি অপরাজিত ৫৯ রান করেন। তবে অন্য প্রান্ত থেকে কেউই দাঁড়াতে পারেননি। বল হাতে চট্টগ্রামের অধিনায়ক জয়া ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ২টি মূল্যবান উইকেট। একটি করে উইকেট নেন চিত্রিতা ও মিশু।
অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন ওপেনার ইশা রহমান। ব্যাট হাতে ৩৭ রানের পাশাপাশি ফিল্ডিংয়েও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এই জয়ে গ্রুপপর্বে দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম। রবিবার (২৫ মে) ঢাকা বিভাগের বিপক্ষে তাদের গ্রুপের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ