‘মবে’র মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করা হবে: মাহফুজ

চাটগাঁ নিউজ ডেস্ক: এখন থেকে দলবদ্ধ বিশৃঙ্খলা বা ‘মব’ সৃষ্টি করা হলে তাদের শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক পোস্টে তিনি বলেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব।

রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না। ‘তৌহিদী জনতার’ উদ্দেশে মাহফুজ বলেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট (গণ্য) করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না।

এর আগেও মাজার ভাঙাসহ বিভিন্ন ঘটনায় তৈরি হওয়া ‘মব’ বা বিশৃঙ্খল ঘটনার বিরুদ্ধেও পোস্ট দিয়েছেন সরকার পতনে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা মাহফুজ।

ফেসবুকে তিনি লিখেছেন, তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা– যুলুম করবেন না, যুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top