চাটগাঁ নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে এক শতাংশ ভোটার সমর্থনের ঘাটতির কারণে দুই জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জসিম উদ্দিন আহমেদের প্রার্থিতা স্থগিত করেন। যাচাই প্রক্রিয়ায় প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে অস্পষ্টতা ও জটিলতা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে পুনরায় যাচাই শেষে কয়েক ঘন্টা পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
যাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন- আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), ওমর ফারুক (এলডিপি), মৌ. মো. সোলাইমান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মোহাম্মদ বাদশা মিয়া (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল হামিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এইচ.এম ইলিয়াছ (ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ), শফিকুল ইসলাম রাহী (স্বতন্ত্র)।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে প্রয়োজনীয় ভোটারের এক শতাংশ সমর্থনপত্রে ঘাটতি ও ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ার এর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এসএ







