মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক: ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ আহরণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা পর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চাঁদপুরের ষাটনল (মতলব উত্তর) থেকে চরভৈরবী (হাইমচর) পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদীকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এই সময় অভয়াশ্রম এলাকায় মাছ ধরা, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দিন-রাত টহল দেবে। এরই মধ্যে জেলেপল্লীতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

চাঁদপুরে নিবন্ধিত জেলে রয়েছেন প্রায় ৪৩ হাজার। নিষেধাজ্ঞাকালীন জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে প্রত্যেক নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে খাদ্যসামগ্রী দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় গৃহীত এ পদক্ষেপ অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top