মধ্যরাতে সিএসসিআর হাসপাতাল সংলগ্ন বহুতল ভবনে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের প্রবর্তক এলাকায় অবস্থিত সিএসসিআর হাসপাতাল সংলগ্ন একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর প্রবর্তক এলাকার একটি আবাসিক ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এতে ভবনের বাসিন্দা ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের আশপাশ ধোঁয়ায় আছন্ন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর বলেন, প্রবর্তক এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ পাই। পরে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এখনও আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে।

এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top