চাটগাঁ নিউজ ডেস্ক: রোববার (২৩ ফেব্রয়ারি) মধ্যরাত— ঢাকার ধানমন্ডি, বনশ্রী, মিরপুর, মোহাম্মদপুরে এক রাতেই ঘটে গেলো কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা। যদিও তারও আগে থেকে ঢাকাবাসী এসব ছিনতাই-ডাকাতির সাথে পরিচিত। প্রায় প্রতিরাতেই ঢাকাসহ দেশের সর্বত্র আইন-শৃঙ্খলা বাহিনীর দূর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণির দুর্বত্ত এ অরাজকতা পরিস্থিতি তৈরী করলেও যেন ঘুম ভাঙ্গছিল না স্বরাষ্ট্র উপদেষ্টার।
তাইতো রোববার দিবাগত রাত ৩টায় সবার ঘুম ভাঙিয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সবার অনুমান হয়তো তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। কারণ রোববার সন্ধ্যা থেকে দেশের বেশ কয়েক যায়গায় তার পদত্যাগের দাবি উঠে। এই অনুমান নিয়ে সাংবাদিকরাও হন্তদন্ত হয়ে ছুটে গেলেন বাসভবনে।
কিন্তু না! তিনি মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অজরুরি বক্তব্য দিয়ে দায় সারলেন। বললেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে।
তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।
রোববার দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্যই করেছেন উপদেষ্টা।
এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন— উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন।
এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।
তিনি বলেন, আগামীকাল (সোমবার) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
‘আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না’— বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না।
ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে— উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে— সেই ব্যবস্থা আমরা করব।’
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
সর্বশেষ রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি করে। এরপর দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
চাটগাঁ নিউজ/জেএইচ