‘মধু হই হই বিষ খাওয়াইলা’ গানের তালে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ গানের তালে শাহাদাত হোসেন নামে এক ‍যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি ( পিআর) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, গান গেয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (বুধবার) সকালে সিএমপি কমিশনারের কার্যালয়ের নিচতলা মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে রেখে এক যুবককে মারধরের ২০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, নিল রঙের গেঞ্জি এবং সাদা জিন্স প্যান্ট পরা এক যুবক ঢুলছেন। যার দুই হাত বেঁধে রাখা হয়েছে স্টিলের পাইপের সঙ্গে।

আর এই যুবককে ঘিরে গোল হয়ে কয়েকজন যুবক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গান গাইছে।

ভিডিওতে কয়েকজন যুবকের হাতে লাঠিও দেখা গেছে। পরে মারধর করা তরুণের লাশ উদ্ধার করা হয়েছে প্রবর্ত্তকের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট এ ঘটনা ঘটেছে। আর এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে শনিবার।

এরপরই ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

এ ঘটনায় শাহাদাতের চাচা মো. হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top