চাটগাঁ নিউজ ডেস্ক : মদুনাঘাটে প্রকাশ্যে গাড়িতে থাকা রাউজানের ব্যবসায়ী মো. আবদুল হাকিমকে (৫২) গুলি করে হত্যার ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে আবদুল হাকিমের স্ত্রী তাসফিয়া আলম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, ব্যবসায়ী মো.আবদুল হাকিমের ব্যবহৃত গাড়িতে ২২টি গুলির চিহ্ন পাওয়া গেছে। সামনের কাচ ও বডিতে চারটি, চালকের পাশের জানালায় ছয়টি এবং নিহত হাকিমের পাশে থাকা জানালায় ১২টি গুলির চিহ্ন রয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মোটরসাইকেলে আসা ব্যক্তিদের গুলিতে আবদুল হাকিমের গাড়ি চালক মুহাম্মদ ইসমাইলও (৩৮) আহত হন। গাড়ি থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
আবদুল হাকিমের ভাই পারভেজ আলম বলেন, আমার ভাই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। তার হামিম এগ্রো এবং ভেষজ ওষুধের ব্যবসাসহ অন্যান্য ব্যবসা রয়েছে। হত্যাকাণ্ডের আগে তিনি বাগানবাড়ি থেকে গরুর খামারে যান এবং সেখান থেকে শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ি আটকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ

															
								




