মতিঝিল-কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজের অগ্রগতি ৩৯ শতাংশ

চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকার মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ প্রায় ৩৯ শতাংশ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় জানানো হয়, ৩১ আগস্ট পর্যন্ত এ অংশের পূর্ত কাজের সার্বিক অগ্রগতি ৩৯ দশমিক ০৫ শতাংশ।

২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ অংশের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে নতুন ব্যবস্থাপনা পরিচালক সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পরামর্শ দেন।মতিঝিলের শাপলা চত্বর হয়ে দক্ষিণ কমলাপুর দিয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার অংশের নির্মাণকাজ চলছে। এর আগে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশের কাজ শেষ হয়েছিল। পরে চলাচলের জন্য উম্মুক্ত করা হয় ২০২২ সালের ২৯ ডিসেম্বর।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top