মক্কায় হজে গিয়ে আরও ৩ বাংলাদেশি হজ্ব যাত্রীর মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কা হজ্ব পালন করতে গিয়ে হ্নদরোগে আক্রান্ত হয়ে  আবুল কাসেম, মোঃ শাহজাহান আলী ও রিদোয়ান সিকদার নামে আরও তিন বাংলাদেশি হজ্ব যাত্রী মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মক্কা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ কারী হজযাত্রীরা হলেন মো. আবুল কাশেম (৪৬),পাসপোর্ট-এ ০৭১১৬১১৬। তার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া গ্রামে।

মো. শাহাজাহান আলী (৬৬), পাসপোর্ট নম্বর-ইএফ ০২৭০২০৩। তার বাড়ি রাজশাহী জেলার রাজ পাড়া গ্রামে।মোঃ রিদোয়ান সিকদার (৫৮), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের মাতারবাড়ি  গ্রামে।

মৃত্যু বিষয় নিশ্চিত করেন মক্কাস্হ বাংলাদেশ হজ্ব মিশন।

চলতি বছরের হজ্ব পালন করতে গিয়ে এখন এপর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে মক্কায় ১৭ ও মদিনায় ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী।

আজ ১৫ জুন সকাল পর্যন্ত ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবের মক্কা মদিনায পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৯৪৯ জন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

Scroll to Top