সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ হজ পালন করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে ছেনু আরা বেগম নামে এক বাংলাদেশি ওমরাহ হজ যাত্রী মৃত্যু হয়েছে।
জানা যায়, গত (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে থেকে একটি ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে ওমরা পালন করতে সৌদি আরবে আসে ছেনু আরা বেগম (৬০)। মক্কায় পবিত্র ওমরাহ পালন করে মদিনা রওসুলের রওজামোবারক জেয়ারত করে। মক্কায় ফিরে একদিন পর এসে অসুস্থ হয়ে পড়েলে কিং মালিক আবদুল হাসপাতালে ভর্তি করেন।
শারীরিক অবস্থা অবনতি হলে হাসাপাতালের জরুরি বিভাগ আইসিইউতে রাখেন চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর বিকালে এ মহিলা ওমরা হজ্ যাত্রীর মৃত্যু হয়।
বর্তমানে দেশটির একটি সরকারি হাসপাতালের হিমাগার লাশ রাখা হয়েছে। আগামী কাল ১৯ অক্টোবর মক্কা মসজিদুল হেরামে ফজরের নামাজের পর জানাজা নামাজ শেষে সরাইয়া কবরস্থান মরহুমার লাশ দাফন করবেন বলে জানান ভাই জাহাঙ্গীর আলম।
নিহত মহিলা ওমরা হজ্ব যাত্রী বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার বাসিন্দা মরহুম আবদুল মালেক সওদাগরের সহধর্মিণী ও মক্কা প্রবাসী ইয়াসিন আরফাত ও ফরহাদের আম্মা জান।