ভোট প্রয়োগে দীর্ঘসূত্রতাকে এক ধরনের ষড়যন্ত্র মনে করছেন রাফি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে একাধিক ভোটারকে ভোট দিতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই অপেক্ষায় রাখাকে এক ধরণের ষড়যন্ত্র বলে মনে হচ্ছে বাগছাসের যুগ্ম সম্পাদক খান তালাত মাহমুদ রাফির। ভোট কেন্দ্র ও কক্ষ পর্যাপ্ত না বাড়ানোর কারণে এই দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের এমন অভিযোগ করেন বাগছাসের যুগ্ম সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।

তিনি বলেন, সুযোগ থাকা সত্ত্বেও ভোট কেন্দ্র ও কক্ষ বাড়ানো হয়নি, যা এক প্রকার ষড়যন্ত্রের অংশ।

সাবেক এই সমন্বয়ক আরও বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সুযোগ এনে দিয়েছে। দীর্ঘ বছর ধরে দলীয় আধিপত্যের কারণে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণের পথ এখন খুলেছে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর চবিতে অনুষ্ঠিত হচ্ছে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ।

পাল্টাপাল্টি কিছু অভিযোগ থাকলেও কোনোরূপ অপ্রীতিকর ঘটনায় ছাড়ায় এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে চাকসুর ভোট গ্রহণ কার্যক্রম।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top