ভোট দিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের প্রার্থী রুহেল

চাটগাঁ নিউজ ডেস্ক:  চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার মাহবুব রহমান রুহেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর উত্তর ধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

মিরসরাই আসনে সাত জন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মাহবুব উর রহমান রুহেল (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. এমদাদ হোসেন চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র থেকে মো. গিয়াস উদ্দিন (ঈগল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মান্নান (চেয়ার), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. ইউসুপ  (টেলিভিশন), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. নুরুল করিম আফছার (একতারা) ও বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাত (পাঞ্জা)

তবে আওয়ামী লীগের মাহবুব উর রহমান রুহেল এবং স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সর্বমোট ১০৬টি ভোটকেন্দ্রের ৭১৭টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ২১২ জন। পোলিং এজেন্ট ৭১৭ জন। এই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। গত নির্বাচন থেকে এই নির্বাচনে ভোটার বেড়েছে ৫১ হাজার ৫০৯ জন।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top