ভূজপুরে ভাতিজার দায়ের কোপে চাচার কব্জি বিচ্ছিন্ন

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভূজপুরে জমি-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে পশ্চিম ভূজপুরের নোয়া হাজীর বাড়ি এলাকায় এ সংঘর্ষে গুরুতর আহত হন ইউনুস নামের এক ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, মহরম নুরুল আলমের ছেলে মহরম আলী (২২) ধারালো দা দিয়ে কোপ দিলে তার চাচা ইউনুসের হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত ইউনুসকে উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখানকার ডিউটিরত কর্মকর্তা তাকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ইউনুস অভিযোগ করে বলেন, আমার ভাতিজা মহরম আলী ও তার বোনের জামাই দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ করে আসছে। তারা আমার জায়গার গাছ কেটে নেয়।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হলে থানা পুলিশের উপস্থিতিতে তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বিকেলে আমি জায়গায় গেলে তারা পেছন থেকে হামলা চালায়। আমার হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সুস্থ হলে থানায় মামলা দায়ের করব।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, আহত ইউনুসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে। তারা মামলা দায়ের করলে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নেবে। তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top