ভূজপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মো. বেলাল (৩২) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিউ দাঁতমারা চা বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়। বেলাল পার্শ্ববর্তী রামগড় উপজেলার সোনাইপুল এলাকার শরীয়ত উল্লাহর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বেলালের বাড়ী রামগড় উপজেলায় হলেও তিনি বসবাস করতেন দাঁতমারা ইউপির ২নং ওয়ার্ডের সরকারি আশ্রয়ণ প্রকল্পে।

এবিষয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top