চাটগাঁ নিউজ ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে জয়ের ধারা ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচটি স্থানান্তর করা হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে।
এই জয়ে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া নেপাল আছে দ্বিতীয় স্থানে। দুই দলই যদি নিজেদের পরবর্তী ম্যাচে জয় পায়, তাহলে ২১ জুলাই বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি পরিণত হবে এই টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।
এদিন ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। পুরো ম্যাচজুড়েই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ভুটান ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। যদিও একটি পেনাল্টি মিস করে বাংলাদেশ, তবে পরবর্তীতে আরও দুটি গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।
এর আগে দুই দিন আগেই ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেদিন প্রথমার্ধ অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনায়, যেখানে শান্তি মারডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরালেও শান্তি মারডির জোড়া গোল ও একটি আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ।
চার ম্যাচ শেষে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে স্বাগতিকরা।
চাটগাঁ নিউজ/এমকেএন