ভুজপুরের ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ভুজপুর থানার এক কিশোরীর ধর্ষণ মামলায় আবু তাহের (৬১) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তাহের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ হাজিরটিলা এলাকার মৃত ফজর আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ হাজিরটিলা এলাকায় ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর রাতে ওই কিশোরীকে ধর্ষণ করেন আসামি আবু তাহের।

কিশোরীর মায়ের খালু আসামি আবু তাহের। আত্মীয়তা ও প্রতিবেশী হওয়ার সূত্রে ঘটনার রাতে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেন। মাঝরাতে ঘরের বেড়া কেটে আবু তাহের ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। বাজার থেকে কিনে আনা দুধের সঙ্গে কিছু মেশানো ছিল। তাই তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ২০১৩ সালের ১ জুন আদালতে আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন জানান, আটজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top