চাটগাঁ নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত এখনও বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি। বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ও কিছু ওয়েবসাইটে যে খবরগুলো ছড়িয়েছে, তা কোনো সংযুক্ত আরব আমিরাত সরকারের কর্মকর্তার বক্তব্যের সঙ্গে সম্পর্কিত নয়।
কিছু অনলাইন নিউজে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাত কিছু দেশের নাগরিকদের জন্য কাজ বা পর্যটন ভিসা বন্ধ করেছে। তবে এই তথ্য কোনো সরকারি সূত্রে নিশ্চিত হয়নি।
রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নতুন কোনো নির্দেশনা জারি করেনি, তাই এসব খবর সত্য নয়।
গ্লোবাল মিডিয়া ইনসাইট অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৮ দশমিক ৪ লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করছেন, যা দেশটির মোট জনসংখ্যার ৭ দশমিক ৪ শতাংশ। তারা ভারত ও পাকিস্তানি নাগরিকদের পরে তৃতীয় বৃহত্তম বৈদেশিক জনগোষ্ঠী।
বাংলাদেশের কনসুল-জেনারেল দুবাই ও নর্দান এমিরেটস, মো. রাশেদুজ্জামান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিক প্রায় এক মিলিয়ন। তিনি খালিজ টাইমসকে বলেন, সরকারের সঙ্গে তারা ভিসা সহজ করার বিষয়ে আলোচনায় আছেন।
তিনি যোগ করেন, “আমরা চাই বাংলাদেশি নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের উন্নয়ন ও সাফল্যের অংশ হতে পারে।”
চাটগাঁ নিউজ/জেএইচ